মহেশপুরে ৩ মোবাইল চোর আটক

0
585

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুর ৩ মোবাইল চোর আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, শুত্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার যাদবপুর গ্রাম থেকে ১২টি চোরাই সম্পার্ট ফোন সহ ৩ চোর কে আটক করে। আটককৃতরা হলো- যাদবপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাকিল হোসেন কেরামত(২২), মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল আহম্মেদ সুজন(৩৫) ও মৃত মন্ডল লস্করের ছেলে তবারক হোসেন বাঘা(৪৫)। উল্লেখ্য, গত ২১শে মে বিদগাত রাত্রে যাদবপুর বাজারে অবস্থিত জান্নাত টেলিকম হইতে এই মোবাইলগুলো আককৃতরা চুরি করে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খান জানান, শনিবার সকালে আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here