স্টাফ রিপোর্টার : শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় ইনক্যাম ট্যাক্স অফিসের সামনে থেকে যুবক শরিফুল ইসলাম (২৮) অপহরণের ৬ দিন পর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অপহৃতা যুবকের পিতা শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের মৃত তাহু শেখ এর ছেলে সাহেব আলী শেখ ওরফে আঞ্জু বাদি হয়ে অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী উল্লেখ করে এজাহার দায়ের করেন। পুলিশ শহরতলী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে অপহৃতা যুবক শরিফুল ইসলামকে উদ্ধার করেছে বলে জানাগেছে। শনিবার ৬ জুন দুপুরে অপহৃতা যুবক শরিফুল ইসলামকে যশোর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মঞ্জুরুল ইসলামের আদালতে হাজির করা হলে শরিফুল ইসলাম স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
অপহৃতার শরিফুল ইসলামের পিতা সাহেব আলী বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে শরিফুল ইসলাম গত ২৯ মে দুপুরে যশোর শহরের আশ্রম মোড় সিএন্ডবি মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়িতে ফিরছিল। দুপুর ১ টা বেজে ৫০ মিনিটে টিবি ক্লিনিক মোড় ইনক্যামট্যাক্স অফিসের সামনে পৌছালে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে তার ছেলে শরিফুল ইসলামকে তুলে চৌরাস্তার দিকে নিয়ে যায়। এ ঘটনায় পরের দিন দুপুরে বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার লোকজন শরিফুল ইসলামকে পুলিশ পরিচয় জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এনে পুলিশ সুপারের কার্যালয় অবস্থান নেয়। পরবর্তীতে কোতয়ালি মডেল থানায় তার পিতা সাহেব আলী বাদি হযে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে এজাহার দায়ের করেন। নাটকীয়ভাবে শরিফুল ইসলাম উদ্ধার হয়েছে।