অভয়নগরে প্রকাশ্যে মাদকসেবী ও বখাটেদের উৎপাত বৃদ্ধি

0
415

অভয়নগর প্রতিনিধি ঃ অভয়নগরে বিভিন্ন স্থানে মাদকসেবী ও বখাটেদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এলাকাবাসী ও সরেজমিনে ঘুরে দেখা গেছে, অভয়নগরের বিভিন্ন পয়েন্ট যেমন ভাংগাগেট ব্রীজের দুইমাথায় সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী ও সেবীদের ব্যাপক আনাগোনা লক্ষ্য করার মত। ব্রীজের দিয়াপাড়া সীমান্তের নীচে এলাকার চিহ্নিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির একজন আঞ্চলিক কমান্ডারের নেতৃত্বে মাদক কেনা-বেচা ও জুঁয়ার আসর বসে। জুঁয়ার আসরের নিয়ন্ত্রন নিয়ে এখানে অনাকাংখিত মৃত্যুর ঘটনাও ঘটছে। ব্রীজের পাশের রহমত ওয়েব্রীজের পেছনে কাপাশহাটি গ্রামে আকবর মুদী দোকানদারের দোকানের সামনের রাস্তায়, সাজেদুর চৌধুরীর বাড়ির পেছনের রাস্তা, সম্প্রতি ভরাট করা ঘেরের পাড়ে সারাদিন ও সন্ধ্যার পর স্থানীয় বখাটে সার্জেন্ট(অবঃ) কামরুজ্জামানের পুত্র আস্থা(১৭, মান্নান/ শিল্পির পুত্র মেহেদী(২০), রেজাউল শেখের পুত্র পিংকু(২২), আকবর দোকানদারের পুত্র সজীব(২০) সহ আরোও আট/দশজন বখাটে নতুন মডেলের মটর বাইক নিয়ে প্রকাশ্যে গাঁজা- ইয়াবা সেবন করে। উল্লেখ্য আস্থা-পিংকু ইতিপূর্বে কয়েকবার মাদকসহ অভয়নগর থানা পুলিশের হাতে ধরা পড়ে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়রা এই সকল বখাটেদের ভয়ে মুখ খুলতে পারেনা, কোন প্রতিবাদ করলেই তাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। এ বিষয়ে জানতে অভয়নগর থানার ডিউটি অফিসার সাংবাদিকদের মুঠোফোনে বলেন, বিষয়টি আমাদের জানা নেই তবে তদন্ত করে ব্যবস্থা নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here