যশোর প্রতিনিধি : তানসিমুন জান্নাত নাবিলা সকলের দোয়ায় এবার যশোর সরকারী বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় জিপি গ্লোডেন এ প্লাস পেয়েছে। তার সর্বমোট নাম্বার ১০৬০।
যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা মনিরুল হক ও নাসরিন আক্তারের তিন মেয়ের মধ্যে নাবিলা সবার বড়। পিতা মনিরুল হক মনিহার এলাকার সুলভ ফার্মেসির মালিক ও মা নাসরিন আক্তার গৃহিণী। বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপি এ প্লাস পাওয়া নাবিলা জানায়, শিক্ষক শিক্ষিকা বাবা-মার উৎসাহ সহপাঠীদের সহযোগিতায় সবার দোয়ায় আমার এ ফলাফলে খুশি। ভবিষ্যতে আরো ভালো লেখাপড়া করে আমি একজন চিকিৎসক হতে চাই।