কেশবপুর উপজেলা প্রেসকাবের কমিটি গঠিত সাঈদ সভাপতি ও মিজান সম্পাদক নির্বাচিত

0
415

রাশেদুল ইসলাম, কেশবপুর প্রতিনিধি ॥ কেশবপুর উপজেলা প্রেসকাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে এক সভা সোমবার সকালে কাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে কাবের সভাপতি এস আর সাঈদ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সর্ব সম্মতিক্রমে কন্ঠ ভোটে এস আর সাঈদ (দৈনিক সমাজের কথা, দৈনিক খবরপত্র ও বাংলাদেশ পোস্ট)-কে ৩য় বারের মত সভাপতি, কে এম মিজানুর রহমান (দৈনিক দেশের কন্ঠ)-কে সাধারণ সম্পাদক, কৃষ্ণপদ দাস (দৈনিক ডেসটিনি)-কে সিনিয়র সহ-সভাপতি, অধ্যক্ষ জাকির হোসেন (দৈনিক প্রতিদিনের কথা)-কে সহ-সভাপতি, গৌতম চট্টোপাধ্যায় (দৈনিক স্পন্দন)-কে যুগ্ম-সম্পাদক, শামীম রেজা (বিজয় টিভি)-কে যুগ্ম-সম্পাদক, আবু হুরাইয়ারা রাসেল ( দৈনিক বিডি খবর ও দৈনিক প্রতিজ্ঞা)-কে সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম সুইট (ঢাকার ডাক)-কে কোষাধ্যক্ষ, জাকির হোসেন সবুজ (দৈনিক ডেল্টা টাইমস ও দৈনিক নওয়াপাড়া)-কে দপ্তর সম্পাদক, আবুল বাসার (দৈনিক অর্নিবাণ)-কে সহ-দপ্তর সম্পাদক, রাশিদুল ইসলাম (দৈনিক যশোর)-কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অলোক বসু বাপী (সরগম)-কে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, হাসানুজ্জামান লিন্টু (দৈনিক পূর্বাঞ্চল)-কে সমাজ কল্যাণ সম্পাদক, রেজোয়ান হোসেন লিটন (বিডি খবর)-কে ক্রীড়া সম্পাদক, শামসুর রহমান বাবলা (দৈনিক গনতদন্ত ও প্রতিভা বাংলা নেট টিভি)-কে গ্রন্থাগার সম্পাদক, কাজী আজাহারুল ইসলাম মানিক (দৈনিক অনির্বাণ)-কে নির্বাহী সদস্য-১, গোলাম ফারুক ( দেশ সংযোগ), আব্দুল্লাহ আল মাহফুজ (জয়যাত্রা টিভি) ও মোহাচ্ছান আলী শাওন (দৈনিক যশোর)-কে নির্বাহী সদস্য নির্বাচন করে ২৩ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা প্রেসকাবের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here