ডুমুরিয়ার দোলখোলা বাজারের এক ব্যাবসায়ীর ১ ল ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

0
405

শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা ঃ ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের দোলখোলা বাজারের হাফিজুর নামের এক ব্যাবসায়ীর দোকান ভাংচুর ও চেয়ার টেবিল ভেঙ্গে ক্যাশ বাক্সের ড্রয়ার থেকে ১ ল৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী সূত্রে জানা যায়, মাগুরাঘোনা দোলখোলা বাজারের ব্যাবসায়ী হাফিজুর রহমান (২৬) পিতা হযরত আলী সরদার। তার কীটনাশকের দোকানে বিকাশ এজেন্টের টাকা, ফেক্সি লোডের টাকা ১ ল ৫০ হাজার টাকা তার ক্যাশ বাক্সের ড্রয়ারে রাখা ছিল। এবং গত ৭ই জুন রাত আনুমানিক ৮ টার দিকে একই উপজেলার মালতিয়া গ্রামের শামীম ও মোফাজ্জেল হোসেন এর ছেলে আলমগীর, সহ অজ্ঞাত ১০/১২ জন লোক নিয়ে আমার দোকান ভাংচুর করে ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে ১ ল ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। আমি তাদের বাঁধা দিতে গেলে আমাকে বেধড়ক মারপিট করে ঘটনা স্থল ত্যাগ করে চলে যায়। আমি অজ্ঞান হয়ে পড়ি একই গ্রামের ইউছুপ , মুস্তাক, জাহিদসহ স্হ এলাকাবাসী উদ্ধার করে এমতাবস্থায় আমি সুস্থ হয়ে দেখি ড্রয়ারে টাকা নেই। সরেজমিনে গেলে স্থানীয় লোকজন এ প্রতিবেদক-কে জানায় । হাফিজুর একটা ভালো ছেলে সে কোন ঝুট-ঝামেলায় থাকে না। কোন ফ্যাসাদের ভিতরে তাকে আমরা কখনো দেখিনা । তাছাড়া আমরা জানি তার সারের দোকানে হালখাতা চলছে। তার এতগুলো টাকা খোয়া গেল আমরা এর বিচার চায়। মাগুরাঘোনা পুলিশ ক্যাম্প থেকে এ,এস,আই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাবসায়ী হাফিজুর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলার করার প্রস্তুতি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here