দেবহাটার পারুলিয়ায় আম্পান ঘুর্নিঝড়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে তচনচ

0
422

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ের আঘাতে বসত ঘর বাড়ি ভেঙে তচনচ হয়েছে। সরজমিনে যেয়ে দেখা যায়, উপজেলার পারুলিয়া ইউনিয়নের জলীল হ্যাচারী ও আহ্ছানিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এখান থেকে কোমরপুর ইছামতী সীমান্ত গামী সড়কের দুই পাশে অধীকাংশ গরীব ও অসহায় মানুষেরা বসবাস করছে।সাপমারা খালের পারে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছিল।খালখননের সময় বসত ঘর বাড়ি ভেঙে দিয়েছে ও অনেকেই নিজেরা ভেঙে নিয়েছে। খালপার থেকে ঘর ভেঙে নিয়ে অন্য কোথাও যেয়ে স্থায়ী ভাবে ঘর স্থাপন করতে পারি নি।কোন রকম আশ্রা নিয়ে রাস্তার পাশে সাময়িক ভাবে অবস্থান নিয়েছে।রাস্তার পাশে তারা অতিকষ্টে জীবন যাপন করছে।এই ক্ষতিগ্রস্থ্য ব্যাক্তিদের কে অবিলম্বে সরকারি অনুদান চাউল খাদ্য সমগ্রী প্রয়োজন।এই ব্যাক্তিরা খুবিই ভোগান্তির মধ্যে অস্থান নিয়ে রয়েছে। বিশ্বাস্থ্য সুত্রে জানা যায়,সরকারি অনুদান চাউল অনেকেই পেয়েছে অনেকেই পাইনি বলে জানা যায়। গড়িয়া ডাঙা এলাকায়-বহু বসত ঘর বাড়ি ভেঙে তচনচ হয়েছে। দেখা গেছে গরীব ও অসহায় মানুষের বসত ঘরের টিনের ছাউনি ঝড়ের দম্কায় দুম্ড়ে ও উড়ে গেছে। এই ক্ষতিগ্রস্থ্য ব্যাক্তিদের কে অবশ্যই সরকারি ডেউটিনের বিশেষ প্রয়োজন। তাই সরকারি উদ্ধাত্বন কর্তৃপক্ষের কাছে ডেউটিনের দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here