নিষেধাজ্ঞা স্বত্বেও অভয়নগরে চলছে ঋণ আদায় কার্যক্রম

0
388

অভয়নগর প্রতিনিধি ঃ নিষেধাজ্ঞা স্বত্বেও সমগ্র অভয়নগরে ঋণ আদায় চলছে। সরেজমিনে ঘুরে ও বিভিন্ন গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, আদ দ্বীন সমিতির আদায়কারী মোছাঃ ফিরোজা বেগম ঋণ আদায়ের জন্য সদস্যদের জোরাজুরি করছেন। একই অবস্থা গ্রামীণ ব্যাক চেঙ্গুটিয়া শাখা, সিএসএস, আরডিএস সহ অন্যান্য এনজিওগুলোর। আরডিএস অভয়নগর শাখার ব্যবস্থাপক মোঃ হাদিউজ্জামান সাংবাদিকদের বলেন, জুন মাসে কিস্তি আদায় বন্ধ থাকবে এমন কোন আদেশ আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে পাইনি। আদ দ্বীনের মাঠ কর্মী ফিরোজা বেগম বলেন, উপর থেকে কিস্তি আদায়ের অনুমতি আছে। আরআরএফ এর মাঠ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কিস্তি আদায় করতে দেখা গেছে। গ্রামীন ব্যাংকের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরবর্তী দিন ধার্য করে কিস্তি আদায়ের আল্টিমেটাম দিচ্ছেন। সিএসএস এনজিও কর্মীরা কিস্তি আদায় করতে গিয়ে গ্রাহকদের সাথে কোন্দলে জড়িয়ে পড়ছেন। গ্রাহক শিখা বেগম সাংবাদিকদের বলেন, সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে আমরা জেনেছি করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের অক্ষমতার কথা চিন্তা করে সরকার চলতি জুন মাস পর্যন্ত কিস্তি আদায় স্থগিত রেখেছেন, অথচ এনজিওগুলো তা মানছেনা। এ বিষয়ে গ্রাহকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here