স্টাফ রিপোর্টার : রোববার সকালে সদর উপজেলার দিয়াপাড়া গ্রাম থেকে রাস্তার পাশ থেকে ছাগল নিয়ে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়ার সময় নয়ন নামে এক ইজিবাইক চালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের। আসামী নয়ন যশোর সদর উপজেলা রামনগর মামা কামাল হোসেন ও আয়নাল গাজীর বাড়িতে থাকে মৃত তালেবের ছেলে।
সদর উপজেলার দিয়া পাড়ার মৃত মীর কোরবান আলীর ছেলে মীর আকরাম আলী রোববার ৭ জুন সকালে যশোর কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার বাড়ির সামনে রোববার ৭ জুন সকালে একটি লাল রংয়ের খাসি ছাগল বেধে রাখে। সকাল সাড়ে ৬ টায় নয়ন উক্ত রাস্তার পাশে ছাগল দেখে চারিদিকে তাকিয়ে ইজিবাইকে ছাগল তুলে নিয়ে পালানোর সময় মীর আকরাম আলীর ভাতিজা মীর জিহাদ মোটর সাইকেল যোগে দিয়া পাড়া মাঠের মধ্যে খাসী ছাগলসহ ইজিবাইক চালক নয়নকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়ের করেন। নয়নকে আদালতে সোপর্দ করা হয়েছে।