জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা প্রশাসনের এর আয়োজনে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় উপজেলা পরিষদ চত্বরে এই ঢেউটিন বিতরণ করা হয়। গত ২০/০৫/২০২০ তারিখে শার্শা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া আম্পান ঝড়ে শার্শার শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত সেসব পরিবারের মাঝে গৃহ নির্মাণ বাবদ ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানের এই আয়েজন করেন উপজেলা প্রশাসন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি শার্শা উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা সিরাজুল হক মঞ্জু। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পুলক কুমার মন্ডল, উপজেলা নির্বাহি অফিসার শার্শা যশোর। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও মেম্বর বৃন্দ।