শালিখার বুনাগাতী মোঃ মতিয়ার রহমান বিশেষ প্রতিবন্ধী স্কুল আম্ফান ঝড়ে লন্ডভন্ড। প্রধানমন্ত্রী দৃষ্টি কামনা

0
481

শালিখা ( মাগুরা) প্রতিনিধি ঃ মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী মোঃ মতিয়ার রহমান বিশেষ প্রতিবন্ধী স্কুল আম্ফান ঝড়ে লন্ডভন্ড হয়েগেছে।যেকারণে প্রতিষ্ঠানটির প্রায় দুই ল টাকার তি হয়েছে।পাঁচ ক বিশিষ্ট টিনের একমাত্র পাঠদানের ঘরটি ঝড়ে ভেঙ্গেচুরে নষ্ঠ হয়ে যাওয়ায় সেখানে পাঠদান করানো সম্ভব হবে না।যে কারণে স্কুল খুললে গাছতলা হবে তাদের পাঠদানের একমাত্র জায়গা। স্কুলের সভাপতি মোঃমতিয়ার রহমান বলেন,সরকারি ও বেসরকারি সহযোগিতা ব্যতিত প্রতিবন্ধী এই স্কুলটি স্বাভাবিক কার্যক্রম অসম্ভব।এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here