শৈলকুপায় কৃষক সেজে হত্যা মামলার আসামী ধরলেন পুলিশ

0
454

নোমান পারভেজ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সেজে আব্দুল আলিম (৫০) নামে হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পুরাতন বাখরবা মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী শেখপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। শৈলকুপা থানার ইন্সেপেক্টর (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মহসীন হোসেন জানান, রবিবার সকালে তমালতলা ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলামের নেতৃত্বে বাংলার কৃষক সেজে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায় পুলিশ। উপজেলার পুরাতন বাখরবা গ্রামের মাঠ থেকে হত্যা মামলার অন্যতম আসামী আলিমকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ^বিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থী আরাফাত হোসেন (২১) কে গত ২৮ এপ্রিল পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। হত্যা মামলার অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here