অভয়নগরে প্রতিবেশীর হাতুড়ি পেটায় আহত-৪

0
390

এইচ,এম,জুয়েল রানা : নওয়াপাড়া পৌরসভার বুইকারা ড্রাইভার পাড়ায় প্রতিবেশীর হাতুড়ি পেটায় এক পরিবারে মা ও মেয়েসহ চার জন আহত। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার ড্রাইভার পাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম ও তার মেয়েকে প্রতিবেশী আজিজুল ইসলাম (৬৫), তার স্ত্রী রেনু বেগম, সহযোগী ইসমাইল হোসেন (৪০), মিনু বেগম (৪৫) ও সাব্বির হোসেন (১৮) মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময়ে তাদের ঘরে রক্ষিত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার মমতাজ বেগম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। কিন্তু এখনো মামলা না হওয়ায় তার ওপর পুনরায় হামলা হওয়ার আশংকা রয়েছে। এ ব্যপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য তাজুল ইসলাম বলেন, আমি ছুটিতে থাকায় মামলা হয়নি। আগামীকাল থানায় এসে এ ব্যপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here