অভয়নগরে মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

0
459

অভয়নগর প্রতিনিধি ঃ অভয়নগরে অভাবের তাড়নায় মায়ের সাথে অভিমান করে শামিমা(১৩) নামে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শামীমা পাঁচ কবর এলাকার গফুর সরদারের ভাড়াটে মোঃ নাসিমের কন্যা এবং নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসী ও অভয়নগর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শামীমা তার মার কাছে একান্ত প্রয়োজনীয় সামগ্রীর জন্য বায়না ধরে। কিন্তু তার দরিদ্র মা দাবী পূরণ করতে না পেরে তাকে বকাঝকা করে। ঘাটে কাজ করা পিতা ও জুট মিলে কাজ করা মা কর্মের উদ্দেশ্যে বেরিয়ে গেলে সকাল ১১.০০ টার সময় প্রতিবেশীরা গোঙ্গানীর শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখে শামিমা ঘরের ডাবার সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে। পিতা নাসিম কান্নাজড়িত কন্ঠে বলেন, সহজ সরল মেয়েটিকে দারিদ্রতার জন্য প্রয়োজনীয় দাবী পূরণ করতে পারিনি, এরই খেসারত দিতে হল আমাদের। অভয়নগর থানার এস.আই নাসির সাংবাদিকদের বলেন, শামিমা নামের মেয়েটি অভাবের তাড়নায় অভিমান করে আত্মহত্যা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here