ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে শ্যামনগরে মুক্তিযোদ্ধার কাগজপত্র ভেসে যাওয়ায় থানায় জিডি

0
407

শ্যামনগর ব্যুরো ঃ সম্প্রতি ঘূর্ণিঝড় সুপার সাইকো+ন আম্পানের আঘাতে শ্যামনগর উপজেলার গাবুরার মুক্তিযোদ্ধা আবুল হোসেনের কাগজপত্র ভেসে যাওয়ায় শ্যামনগর থানায় জিডি। জিডি সুত্রে জানাযায়, গাবুরা গ্রামের মৃত বানু বাউলিয়ার পুত্র মূক্তিযোদ্ধা আবুল হোসেন এর মুক্তিযোদ্ধার ডিজি নং- ২১১৭৫০। সিরিয়াল নং- ২৬, ওসমানী সনদপত্র, যুদ্ধকালীন প্রশিণ সনদ, উপজেলা ও জেলা কমান্ডারের প্রত্যয়নপত্র, ৩জন সহযোদ্ধার প্রত্যয়ন পত্র, শ্যামনগর উপজেলা ক্যাম্প কমান্ডারের প্রত্যয়নপত্র একটি ফাইলে রতি ছিল। সম্প্রতি ২০/০৫/২০২০ তারিখে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে নদী ভাঙ্গনে মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বসত ভিটার উপর ৬/৭ ফুট পানি বৃদ্ধি পেয়ে উক্ত ফাইল সহ অন্যান্য মালামাল ভেসে যায়। এ বিষয়ে শ্যামনগর থানায় ০৮/০৬/২০২০ তারিখে ৩৩৪নং জিডি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here