চৌগাছায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মটরসাইকেল চালক নিহত

0
426

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে এনামুল (৩২) নামে এক মটরসাইকেল চানক নিহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দুুপুর আড়াইটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ের পুড়াপাড়া ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানান মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চুটারহুদা গ্রামের এনামুল একটি টিভিএস মোটরসাইকেলে (যশোর-হ-১৭-১৫০৭) করে পুড়াপাড়া বাজার হয়ে চৌগাছার দিকে আসছিলেন। এসময় চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ে অবস্থিত পুড়াপাড়া ফিলিং স্টেশনের সামনে পৌছলে চৌগাছা থেকে পুড়াপাড়াগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৫৬০৮) সামনের চাকায় তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকাল সাড়ে তিনটায় ট্রাকের চাকার নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে মহেশপুর থানায় নেয় মহেশপুর থানা পুলিশ। চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলটি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মধ্যে পড়েছে। মহেশপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। সেখানে চৌগাছা থানার পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়। তিনি বলেন এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here