নড়াইলে জামিন মুক্ত হলেন চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস

0
373

নড়াইল জেলা প্রতিনিধি : জামিন মুক্ত হলেন চেয়ারম্যান মাহমুদুল হাসান “কায়েস। মঙ্গলবার ৯জুন নড়াইল ভার্চুয়াল আদালতে জামিনের আবেদন করা হয়।
আদালত কালিয়ার কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদুল হাসন “কায়েস এর জামিন মন্ঞ্জুর করেন।
উল্লেখ্য যে তাঁকে একই ইউনিয়নের মেম্বর হত্যা মামলায় আসামি করা হয়।
নড়াইলের কলাবাড়িয়া ইউপি মেম্বার কায়ুম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান কায়েছ র‍্যাবের হাতে আটক। অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউপি সদস্য আলোচিত কায়ূম শিকদার হত্যা মামলার প্রধান আসামী র‍্যাবের হাতে আটক। বারিবারিক সুত্রে জানায়- বৃহস্পতিবার ৪জুন কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েস(৪৮) কে গ্রেফতার করেছে র‍্যাব। কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক কায়ুম সিকদারকে হত্যা করা হয়।
হত্যা মামলায় নড়াগাতি থানায় ৪৫ জনের নামে মামলা দায়ের করে নিহত কাইয়ুম সিকদারের পুত্র।
এই মামলায় প্রধান আসামি করা হয় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুল হাসান কয়েসকে।
হত্যা মামলায় এ পর্যন্ত সকল আসামি পালাতক রয়েছে।
এর মধ্যে প্রধান আসামি কায়েস পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে যশোহর এ অবস্থান করছিলো।
তথ্য প্রযুক্তির ব্যবহার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে ও গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‍্যাব -৬ তাকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here