বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু সাইদ আটক

0
403

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া(যশোর)ঃ বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদারকে গেফতার করা হয়েছে। তিনি চাড়াভিটা বাজারের পার্শে অবস্থিত দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত সাবেক ইউপি চেয়ারম্যান মীকাইল সরদারের ছেলে।
এর আগেও চেয়ারম্যান আবু সাইদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়। যা আদালতে বিচারাধীন। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনের (সাইবার ট্রাইব্যুনাল) একটি মামলারও আসামি ছিলেন তিনি। সর্বশেষ সোমবার সকালে একটি মারামারি মামলায় বাঘারপাড়া থানার এস আই তোবারক আলী তাকে আটক করে আদালতে সোপর্দ করে। গত ১৫ মে উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রাজ্জাক ভূইয়ার ছেলে কাদের ভূইয়া আবু সাইদ সহ আটজনের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলায় বাদী উল্লেখ করেন, তার চারাভিটা বাজারে বিসমিল্লাহ বেকারী এন্ড কনফেকশনারী নামের একটি দোকান রয়েছে। আসামিরা বিভিন্ন সময় তারকাছে চাঁদা দাবী করে আসছিল। এ ঘটনায় আসামিদের নামে আদালতে আগে একটি চাঁদাবাজী মামলা করেন। যা এখন বিচারাধীন রয়েছে। এতে করে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। তার জেরে গত ১২ মে বিকেলে বাদী দোকানের সামনে দাড়িয়েছিল। এমন সময় আসামিরা এসে তাকে চারিদিকে ঘিরে ফেলে। পরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায় আবু সাইদ রডদিয়ে বাদীর মাথায় রড দিয়ে আঘাত করে। এসময় আসামিরা বাদীর কাছে থাকা নগদ একলাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ সকল অভিযোগ মামলায় উল্লেখ করা হয়েছে বলে জানা যায়। মামলার অন্য আসামিরা হলেন, আবু সাইদের ভাই আয়ুব সরদার, একই এলাকার হাবি মোল্যার ছেলে রাসেল মোল্যা, মৃত ফসিয়ারের ছেলে তাজিম, বদিয়ার মোল্যার ছেলে তুহিন মোল্যা, ছবির বিশ্বাসের ছেলে শিমুল, মোকসেদের ছেলে হায়দার ও সরোগাজীর ছেলে এনামুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here