মালেকুজ্জামান কাকা, যশোর : আন্তজার্তিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) রেজি: নং এস-১৩২০০ এর যশোর সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন অত্র সংস্থার কেন্দ্রীয় সহ-নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন জনি।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) যশোর সদর উপজেলা আহ্বায়ক কমিটির আজিজুল হক আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। এই কমিটির চারজন যুগ্ম আহ্বায়ক হলেন, এ্যাডভোকেট জি এম আবু মুছা, শাহাবাজ আহমেদ, রাজন সিদ্দিকী ও আব্দুর রশিদ খান জুয়েল। নির্বাচিত সদস্যরা হলেন, এ্যাডভোকেট আব্দুল লতিফ মোড়ল, চাঁচড়ার সেলিম আহমেদ শান্তি মেম্বর, ধোপাখোলা নিমতলার মঈনুর রহমান মেম্বর, করিচিয়া রুদ্রপুরের কুতুব উদ্দীন বিশ্বাস মেম্বর, মাহিদিয়ার ফজর আলী সর্দার মেম্বর, সেলিম কবীর, লোকমান হোসেন, শাহিদুল ইসলাম, কাজী রইছুল ইসলাম, শেখ সাদিয়া মৌরিন, প্রিয়াঙ্কা বিশ্বাস, আবুল কালাম, আব্দার রহমান, শাহিনুর রহমান শাহিন, জহিরুল হক চুন্নু, রবিউল ইসলাম, মালেক্জ্জুামান কাকা, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান, সামছুর রহমান, নাছির উদ্দীন, নাজমুল হক, মুক্ত খান, রিফাত খান, আজাদ হোসেন, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহবুর রহমান টিটো, জি এম আইয়ুব আলী, ওবায়েদুল শাকিন, শফিকুল ইসলাম, উজ্বল গোলদার, রবিউল ইসলাম রবি, শ্রী বিশ্বজিৎ রায় বিষু, আমিনুর রহমান, সাগর মাহমুদ রিয়াজ ও আব্দুর রাজ্জাক। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) যশোর সদর উপজেলা আহ্বায়ক কমিটি আগামী তিন মাস বহাল থাকবে। এই সময়ে সংস্থাটি পরবর্তী তিন বছর মেয়াদে একটি পূর্নাঙ্গ কমিটি প্রস্তুত করবে। বুধবার দুপুরে যশোর মুজিব সড়ক রেলগেটে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর খুলনা বিভাগীয় কার্যালয়ে কেন্দ্রীয় সহ: নির্বাহী পরিচালক মনোয়ার হোসেন জনি কমিটির অনুমোদন কপি নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।