স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের প্রায় ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ঝিনাইদহের ব্যাপারীপাড়া এলাকার শরীফ হোসেনের মেয়ে রাখা (১৬), বারীনগর এলাকার বজলুর রহমান (৫৫), বারবাজার এলাকার তারেক হোসেন (২০), যশোর পালবাড়ী এলাকার রিয়াদ হোসেন (০৬), লিপি খাতুন (৩০), শিহাব উদ্দিন (২৮), কালীগঞ্জ উপজেলার আলাইপুর এলাকার সবুজ হোসেন (৩৩) সহ আহত হয়েছেন প্রায় ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ নামক বাসটি উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে অপরদিক থেকে আসা একটি ট্রাক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের প্রায় ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।