দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উপজেলায় প্রথমবারের মত তানহা (১১) বছর বয়সি নামে এক কন্যা শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়। গত মঙ্গলবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান। শিশুটির বাড়ি উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার এলাকায়। সে দাদার কাছ থেকে সংক্রমিত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ ধারনা করছে।
এর আগে ঐ শিশুর ৮২ বছরের বৃদ্ধ দাদা বরিশালে অপারেশন করতে গিয়ে করোনা টেষ্ট করালে গত মাসের ৩১ তারিখ তা পজেটিভ আসে। পরে ৩ জুন দশমিনা হাসপাতালের সংশ্লিষ্টরা আক্রান্ত বৃদ্ধার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করেন। এর মধ্যে গত মঙ্গলবার ১১ বয়সি ওই শিশুর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ জনে দাড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে ৩ জন বাড়ী ফিরেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, তারা আক্রান্ত বৃদ্ধার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করেছেন। এর মধ্যে একজনের রিপোর্ট হাতে পেয়েছেন। আরও চার জনের রিপোর্ট এখনও বাকি আছে। আক্রান্ত শিশু ও বৃদ্ধাসহ পরিবারের সবাইকে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।