মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঝিকরগাছায় আড়াই হাজার গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

0
387

মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার ॥ মুজিব জন্মশতবার্ষিকী উপল্েয যশোরের ঝিকরগাছা উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ও উপজেলা পরিষদের অর্থায়নে যৌথ ভাবে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায়, বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেডিক্যাল ইউনিটের ডাক্তারের সমন্বয়ে সারাদিন ব্যাপী এই কার্যক্রমে উপজেলার প্রায় আড়াই হাজার গর্ভবতী মায়েদের বিনামূল্যে রক্ত পরীা, ব্যবস্থাপত্র ও ঔষুধ প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল নেয়ামুল হালিম খাঁন, ডা. ফাতেমা জেরিন খাঁন, মেজর ডাক্তার (গাইনী) শামিমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, ক্যাপটেন ডাক্তার মামুন, নাজমুল, মুসফিক, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাী, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোকারম, মেডিকেল সহকারী সার্জেন্ট জাফর ইকবল, প্রদিপ, শাহাদৎ, মফিজ, কর্পোরাল সানোয়ার, থানার সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাশ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here