মনিরামপুরে আরো ২ জন করোনায় আক্রান্ত

0
352

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মনিরামপুরে আরো ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম রফিকুল ইসলাম ও উপজেলার কাশিপুর গ্রামে দক্ষিনপাড়ার আজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে। গত মঙ্গলবার (৯ জুন) তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
রফিকুল ইসলাম যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রাজগঞ্জ সাব জোনাল অফিসের দায়িত্বে আছেন। আর জিয়াউর কারিতাস নামে এনজিওতে কর্মরত আছেন।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম অরুন কুন্ডু বলেন- আম্পানে রাজগঞ্জ এলাকা বেশী ক্ষতিগ্রস্থ্য হওয়াই এজিএম রফিকুল ইসলাম সার্বক্ষনিক এলাকাতে কাজ করেছেন। তারপর ৭জুন রফিকুল ইসলাম জ্বর অনুভব করলে ৯ জুন নমুনা দেওয়া হয়।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা দেবনাথ জানায়- ২ জনই শারীরিক ভাবে ভাল থাকায় নিজ নিজ বাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here