শার্শায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

0
416

জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের নওশের মোড়লের ছেলে।
বৃহস্পতিবার(১১জুন) রাত ১২ টার দিকে গ্রামের নিজ বাড়িতেই মারা যান তিনি। ইয়াকুব আলী কয়েকদিন আগে হৃদরোগের চিকিৎসা নিতে ঢাকায় যান। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষা শেষে করোনা পজেটিভ ধরাপড়ে। বিষয়টি পরিবারের কাউকে না জানিয়েই গতকাল ১০ জুন তিনি ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন এবং রাতেই নিজ বাড়িতে তিনি মারা যান।
ইয়াকুব আলীর মৃত্যু’র ব্যাপারে শার্শা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে শার্শা উপজলা নির্বাহী কর্মকর্তা-জনাব পুলক কুমার মন্ডল এবং শার্শা উপজিলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খোরশেদ আলম চৌধুরী মৃত ব্যাক্তির বাড়ি লকডাউনের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে গোগা ইউনিয়নের হরিসচন্দ্রপুর গ্রামে যান এবং লকডাউন নিশ্চিত করতে চেয়ারম্যান আব্দুর রশিদকে নির্দেশ প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here