শালিখায় টাকা নিয়ে জমি লিখে না দেওয়ার অভিযোগ ওঠেছে কতিপয় প্রতারক চক্রের বিরুদ্ধে

0
387

শালিখা,মাগুরা প্রতিনিধি ঃ শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মনিকুমার দত্তের পুত্র মাহিমা ট্রেডার্স এর মালিক মিলন দত্ত, ভাই সনদিপ দত্ত, নিশিত দত্তের বিরুদ্ধে জমি বিক্রির টাকা নিয়ে জমি লেখে না দেওয়ার অভিযোগ ওঠেছে। ২৫০ টাকা ষ্ঠ্যাম্পের মাধ্যমে বায়না নামা করে জমি বিক্রির প্রায় ৫ ল টাকা হাতিয়ে নিয়ে এখন জমি লিখে দিচ্ছে না প্রতারক চক্র। বায়না নামা ষ্ঠাম সুত্রে জানা যায় গত ২৩/০৬/২০১৮ ইং তারিখে মিলন দত্ত তার ভাইদের সাথে আলোচনা করে ০১.৩৩ শতক জমি বিক্রয় করে একই গ্রামে সনজিব কুমার শিকদারের স্ত্রী মধুমিতা শিকদারের কাছে। ৬৯ নং আড়পাড়া মৌজার আরএস ১৩০০ খতিয়ানের আর এস ১২৪ নং দাগের বাস্ত ৪ শতকের মধ্যে ০১.৩৩ শতক জমি ৫ল টাকায় বিক্রি করে। নগদ ষ্ট্যামের মাধ্যমে ৪ল ৮০ হাজার টাকা নিয়ে বায়না নামা করে। যাহা শালিখার ৩৮ নং লাইসেন্স ধারী অখিল চন্দ্র শিকদারের মাধ্যমে লেখালেখি হয়। কিন্তু প্রতারক মিলন দত্ত বায়নার টাকা নিয়ে জমি লিখে না দিয়ে শুধু ঘুরাতে থাকে। সম্প্রতি জমি লিখে না দিয়ে এবং জমির টাকাও ফেরৎ না দিয়ে অন্যান্য ভাইদের সাথে আলোচনা করে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তিগ্রস্থ মধুমিতা শিকদার ও তার স্বামী সংজিব কুমার শিকদার জানায় জমি লিখে না দিলে বা টাকা ফেরৎ না দিলে প্রয়োজেন প্রতারক চক্রের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here