জহর হাসান সাগর তালা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় চোরাই মোটরসাইকেল সহ ১জনকে আটক করেছে পুলিশ।আটককৃত পরিচাই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর গ্রামের মৃত ওসমান গনি ধাবকের ছেলে আশরাফুল ইসলাম ধাবক(৩৮)।
পুলিশ জানায়, বুধবার (১০জুন) সকালে পাটকেলঘাটা থানার বলফিল্ড এলাকায় চেকপোস্ট থেকে এস আই পদ্দুৎ গোলদার ও তার সঙ্গীয় ফোর্সের সহতায় তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যায়, তার নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা আছে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা বিষয়টি নিশ্চিত