অভয়নগরে বাসদ’র (মার্কসবাদী) বাজেট বিরোধি মানববন্ধন

0
392

স্টাফ রির্পোটার ঃ অভয়নগরে বাসদ’র (মার্কসবাদী) বাজেট বিরোধি মানববন্ধন করেছে। উপজেলার নওয়াপাড়া ইনষ্টিটিউট গেটে যশোর খুলনা মহা সড়কের পাশে শুক্রবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্যোগ পূর্ন আবহাওয়া উপেক্ষা করে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দাড়িয়ে দলের নেতা কর্মীরা ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করে। মানববন্ধনে অংশগ্রহনকারিরা বলেন ,এ বাজেট গণ বিরোধি । তারা বাজেটে সু চিকিৎসা ও খাদ্য নিরাপত্তার পরিপূরক বরাদ্দ দাবি করেছেন। এ ছাড়া বাজেটে থোক বরাদ্দ দিয়ে জেলা উপজেলা হাসপাতালে করোনা টেস্ট সহ আই সি ইউ ,ভেন্টিলেশন সেন্টাল,ও প্রয়োজনিয় অক্রিজেন সরবরাহের দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here