দেবহাটা উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের থেকে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে ও তাদেরকে সরকারি অনুদান দেওয়া হয় নি এমনই অভিযোগ উঠেছে

0
383

মোঃ আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সরকারি অনুদান চাউল সহ- খাদ্য সমগ্রী দেওয়ার নামে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করে ও তাদেরকে সরকারি অনুদান চাউল সহ- সরকারি অনুদান দেওয়া হয় নি বলে এমনই অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে। জানা গেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় শতশত গরীব ও অসহায় মানুষের নিকট থেকে আইডি কার্ডের ফটোকপি নিলে ও তাদের কে সরকারি অনুদান চাউল সহ- কিছুই দেওয়দ হয় নি।এমনই জানা যায় প্রায় বাড়ী থেকে কয়েক বার ফটোকপি নিয়ে ও কোপি অনুযায়ী ত্রান দেওয়া হয় নি এমনই অভিযোগ উঠেছে । পারুলিয়া ইউনিয়নের চালতেতলা গ্রামের আরশাদ সরদারের পুত্র শহীদুল্লাহ। গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে আমাদের সংবাদ কর্মীকে দেখা পেয়ে জানায়, আমার কাছ থেকে ৪/৫ বার ফটোকপি নিয়েছে অথচ কোন কিছুই দেই নিও আমি পাইনি।জানা যায় এই ভাবে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের নিকট থেকে আইডি কার্ড নিয়েছে।কোন হিসাবে ফটোকপি সংগ্রহ করা হয়েছে ও কোথায় জমা দেওয়া হয়েছে ওই আইডি কার্ড এবিষয়ে খোজ নেওয়া হচ্ছে। খোঁজ খবর নিয়ে দেখার ব্যাপারে সচেতন মহলের পক্ষে সরকার কর্তৃপক্ষের কাছে দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here