শার্শা(যশোর)প্রতিনিধি ঃ যশোরের নাভারন বিএনপি’র উদ্যেগে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত’র নির্দেশনায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এর ৩৯ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। শুক্রুবার জুম্মা নামাজের পর নাভারন পূরাতন বাজার কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠান হয়। দোয়া অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান নাভারন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মিনু, যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম রিন্টু, বিএনপি নেতা আমির হোসেন মেম্বর.নজরুল ইসলাম মাষ্টার, আব্দুল খালেক, তবিবর রহমান তবি, রুহুল আমিন ঝড়–, নাহিদ হাসান, মিজানুর রহমান সহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবু বক্কর সিদ্দিকী।
দোয়া অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করা হয়।