পারুলিয়া ইউনিয়নে দলিত পরিষদের কাত্তিক চন্দ্র দাশ সম্ভাব্য মেম্বর প্রার্থী

0
418

আবুল হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ০২নং- পারুলিয়া ইউনিয়নের ০৫ নং- ওয়াডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক কাত্তিক চন্দ্রদাশ সম্ভাব্য মেম্বর প্রার্থী।নির্বাচনকে ঘিরে চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ, পাড়া গায়ে জোরে সোরে শোনা যাচ্ছে ০৫নং- ওয়ার্ডের কান্ডারী এবার কাত্তিক চন্দ্রদাশ। এলাকাবাসী জানায় দলিত পরিষদের পক্ষে বিশিষ্ট সমাজসেবক পারুলিয়া গ্রামের মৃত্যু নিতাই চন্দ্র দাশের পুত্র কাত্তিক চন্দ্রদাশ কে তারা মেম্বর হিসাবে পেতে চায়। জনসাধারণের সুখে, দুখে, বিপদে, আপদে যিনি আমাদের পাশে থাকেন তিনি হলেন কাত্তিক ভাই।তিনি জনসংযোগ অব্যাহত রেখেছেন। এদিকে একই ওয়াডে সম্ভাব্য প্রার্থী হিসাবে আরো ০৩ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।কাত্তিক দন্দ্রদাশ এলাকার জনগনের নিকট আশির্বাদ প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here