শ্যামনগর প্রেসকাব ফেসবুক ফেক আইডির বিরুদ্ধে থানায় জিডি

0
368

প্রেস বিজ্ঞপ্তি ঃ শ্যামনগর উপজেলা প্রেসকাব ফেসবুক ফেক আইডির বিরুদ্ধে শ্যামনগর থানায় পৃথক ২টি জিডি করা হয়েছে।জিডি নং ৪৪৮ ও ৪৭৫। গত ১০জুন ১ম জিডি করেন-শ্যামনগর উপজেলা প্রেসকাবের সাবেক উপদেষ্টা,মোহনা টিভি ও দৈনিক সময়ের খবর পত্রিকার শ্যামনগর প্রতিনিধি শেখ আফজালুর রহমান। গত ১১জুন ২য় জিডি করেন শ্যামনগর উপজেলা প্রেসকাবের নবনির্বাচিত সহ-সভাপতি এস,এম,মোস্তফা কামাল।সুত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলা প্রেসকাব ফেসবুক আইডি একাউন্ট বা ফেক আইডি থেকে নানা ধরণের বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে।অপ্রসাংগিক এবং অশ্লীল নানা প্রসংগ উল্লেখ পূর্বক প্রেসকাবের সহ-সভাপতি মোস্তফা কামাল ও সদস্য শেখ আফজাল সহ প্রেসকাবের সম্মানিত সদস্যদের সামাজিক মর্যাদা ুন্ন করার অপচেষ্টাও করা হচ্ছে।শ্যামনগর উপজেলা প্রেসকাব নিয়ন্ত্রিত শ্যামনগর উপজেলা প্রেসকাব ফেসবুক একাউন্ট বা আইডি নেই।আইডি টি ফেক আইডি হিসেবে প্রতীয়মান হওয়া কে কেন্দ্র করে তদন্তাধীন।শ্যামনগর উপজেলা প্রেসকাব ফেসবুক আইডি চালুসহ নানা ধরণের প্রচারণার ঘটনা খুবই উদ্দেশ্যমূলক।শ্যামনগর উপজেলা প্রেসকাব কর্তৃপরে অজ্ঞাতে পরিচালিত এ একাউন্ট বা আইডি থেকে দেশ, সমাজ, রাষ্ট্র বিরোধী হিংসা ও বিদ্বেষমূলক প্রচারণা ছড়ানোর মাধ্যমে ব্যক্তি বিশেষের সামাজিক সুনাম ুন্নসহ নানা ধরণের আশংকা প্রকাশ করে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী ২টি করা হয়।যার যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থার দাবী করা হয়েছে।শ্যামনগর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা জানান, তদন্ত সাপেে দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে।প্রেস বিজ্ঞপ্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here