সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা। শুক্রবার সকালে সদর উপজেলার কাথন্ডা গ্রামের সীমান্ত টেকনিক্যাল কলেজ মোড়ের পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম আনারুল ইসলাম (৫০)। তিনি সদর উপজেলার সীমান্ত গ্রাম বৈকারী এলাকার আবুল কাশেমের ছেলে। র্যাব জানায়, সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানকার সীমান্ত টেকনিক্যাল কলেজ মোড়ের পাঁকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।