হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জ এলাকার মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান মিঠু (৪৫) স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি… রাজেউন)।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১১ টার দিকে প্রধান শিক্ষক হাফিজুরের বুকে ব্যাথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।