কুমড়াবাড়িয়া ইউনিয়নে মামা ভাগ্নের বিরোধে অস্থির সমাজ জাহাঙ্গীর জাহিদ ও খোকনকে কুপিয়ে জখম

0
373

এসএমরবি , ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে শুক্রবার মসজিদের মধ্যেই টাকার হিসাব নিয়ে সাবেক চেয়ারম্যান সামছুল আলম ও বর্তমান চেয়ারম্যান আশরাফুল গ্রুপের মধ্যে তর্কবিতর্কের সুত্রপাত ঘটে। এর জের ধরে সাবেক চেয়ারম্যান সামছুল আলমের ভাতিজা শহরের উপশহরপাড়ার বাসিন্দা কাঠ ব্যাবসায়ি জাহাঙ্গির আলমকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তিনি মটর সাইকেল যোগে গ্রামের বাড়ি ধোপাবিলায় যাচ্রছিলেন। রাস্তায় একা পেয়ে আশরাফ চেয়ারম্যান গ্রুপের লোকজন তার উপর হামলা করে। জাহাঙ্গিরের মাথায়, বুক ও উরুতে রামদা দিয়ে আঘাত করা হয়েছে। জাহাঙ্গিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর আশংখ্যা জনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে চেয়ারম্যান আশরাফুলের ভাই শহিদুল ইসলাম জানান, মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় তারাই প্রথম আমাদের উপর হামলা করে দুই জনকে কুপিয়ে আহত করে। এতে খোকন ও জাহিদকে কুপিয়ে জখম করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here