কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥সাতক্ষীরা তালা উপজেলায় নতুন করে আরও তিন জন করোনা রোগী সনাক্ত হয়েছে। শনিবার
(১৩ জুন) সকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ
তথ্য নিশ্চিত করেন।এ নিয়ে তালা উপজেলায় ৯জন করোনা আক্রান্তের মধ্যে ১ জন সুস্থ হয়ে গেছেন। অন্যরা
চিকিৎসাধীন রয়েছেন, করোনা আক্রান্ত তালা সদর ইউনিয়নের আজিজুর রহমান (৩৪)।আজিজুর কিসমত ঘোনা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে এবং মাগুরা ইউনিয়নেরশাহজানের সস্ত্রী ফাতেমা বেগম (৪৭) ও জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের পলাশকান্তির ছেলে শুভেন্দু হালদার করোনা সনাক্ত হয়েছেন।এ নিয়ে তালা উপজেলায় নারীসহ মোট ৯ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হলেও একজনইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহফেরদৌস। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, আক্রান্ত তিন জনের বাড়িসহআশেপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য
পুলিশ সবসবময় তাদের পাশে অছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতনথাকার পরামর্শ দেন।