দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার
উপহার” এই শ্লোগান নিয়ে ২০১৮-১৯ অর্থ বছরের আশ্রয়ন প্রকল্প-২এর আওতায় উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূর্নী আশ্রয়ন প্রকল্পে৫ ইউনিট বিশিষ্ট ২৬টি সিআই শীট ব্যারাক নির্মান কাজ বাংলাদেশসেনাবাহিনী শেষ করে। নির্মান কাজ শেষ করে উপজেলা নির্বাহী
অফিসার তানিয়া ফেরদৌস এর নিকট হস্তান্তর করেন ৭ পদাতিকডিভিশনের অধিনস্ত ৬ পদাতিক ব্রিগেড এর ৪১ বীর অধিনায়ক মেজরফয়সাল। গত বৃহস্পতিবার দুপুরে আশ্রয়ন প্রকল্পের কেন্দ্র প্রাঙ্গনেহস্তান্তর স্বাক্ষর ও চাবি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শন করেন সংশ্লিষ্টরা। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পেরঘরগুলো সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করা হবে যা প্রধানমন্ত্রীর
স্বপ্ন ও অঙ্গীকার। ৭ পদাতিক ডিভিশনের তত্বাবধানে গত মার্চ মাসেএই প্রকল্পের নির্মান কাজ শুরু হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ বনি আমিন খান,দৈনিক জনতা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি প্রমুখ।ক্যাপশনঃদশমিনা(পটুয়াখালী)ঃ উপজেলার রনগোপালদী ইউনিয়নের চরঘূর্নী আশ্রয়ন প্রকল্পে হস্তান্তর স্বাক্ষর ও চাবি হস্তান্তর প্রক্রিয়াসম্পন্ন হয় –