নড়াইলে খাবারের মধ্যে ঘুমের ঔষুধ মিশিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে লুট

0
377

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে খাবারের মধ্যে ঘুমের ঔষুধ মি*শিয়ে বাড়ির সকলকে অজ্ঞান করে মালামাল লু*ট করে পা*লিয়ে গিয়েছে কাজের লোক অভিযোগ উঠেছে। ১১ জুন বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লস্কারপুর গ্রামের মকবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ অন‌্যন‌্য মালামাল নিয়ে কাজের লোক পা*লিয়ে যায় বলে জানা যায়।
পরিবারের সদস‌্যরা অ*জ্ঞান থাকার কারণে কি পরিমাণ ক্ষতি হয়েছে জানা যায়নি। মোহন নামের এই কাজের লোক গত প্রায় ৬মাস ধরে মকবুল হোসেনের বাড়িতে কাজ করছিল। মোহনের বাড়ি মাগুরা জেলার মোহাম্মাদপুর এলাকায় বলে জানা গেছে। প্রতিবেশীরা জানিয়েছেন পুলিশে খবর দিয়েছি। পুলিশ আসলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সকলে মনে করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here