ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ গতকাল শনিবার বেলা ৩ টায় ফুলতলার উপজেলারশিকিরহাট এলাকার শেখ ব্রাদার্স লিঃ এর জয়তুন অটো রাইস এন্ড ডাল মিলসলিঃ এর বয়লারের তুষের ঘরে অগ্নিকান্ডের ঘটনায় আনুমানিক ২৫-৩০ লক্ষ টাকার
ক্ষতি হয়েছে। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ও জয়তুনঅটো রাইস এন্ড ডাল মিলস লিঃ এর সত্ত্বাধিকারী শেখ শফিয়ার রহমান জানান,বয়লারের তুষের ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।এতে তুষের ঘরটি পুড়ে ভস্মিভুত হয়ে যায়। পরে, খানজাহান আলী থানা ফায়ারব্রিগেড স্টেশনে খবর দিলে তারা দ্রুত এসে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে
আনে। তবে আগুন লাগার কারণ এখনও নির্ণয় করা সম্ভব হয় নি।