ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ- ফুলতলায় মানব পাচার চক্রের দুই হোতা মোসাঃখাদিজা বেগম (২৭) ও মোঃ মশিয়ার শেখ (৩৫) গ্রেফতার, থানায় মামলা, ১৬৪ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমনিরুল ইসলাম জানান, যশোর জেলার অভয়নগর থানার শহরখোলা গ্রামেরমিজানুর রহমানের কণ্যা মোসাঃ খাদিজা বেগম ও নড়াইল জেলার সদর থানারমুজিবর শেখের পুত্র মশিয়ার শেখ (বর্তমান ঠিকানা ফুলতলার ঢাকুরিয়া গ্রাম)তারা দীর্ঘদিন যাবত মানবপাচারের সাথে জড়িত। গত ৫ মাস পূর্বে দামোদরগ্রামের কারিকর পাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা (৩৫) ওরেজাউল বিশ্বাসের কণ্যা রাজিয়া খাতুন (১৭) দের চাকরি দেওয়ার প্রলোভন দিয়েভারতে পাচার করে। পরিবারের পক্ষ থেকে যখন জানতে পারে যে তাদের দিয়ে দেহব্যবসাসহ অনৈতিক কাজ করানো হচ্ছে তখন তারা মানবাধিকার সংস্থাজাস্টিস এন্ড কেয়ার ও বাংলাদেশ সরকারের যৌথ প্রচেষ্টায় গত মার্চ মাসেতাদের উদ্ধার করে। এ ব্যাপারে জোসনা বেগম বাদি হয়ে মানব পাচার ও শিশুনির্যাতন আইনে ফুলতলা থানায় মামলা (নং- ১১, তারিখ- ১৩/০৬/২০২০) দায়েরকরে। ফুলতলা থানা পুলিশ মানব পাচার চক্রের এই দুই সদস্য মোসাঃ খাদিজা
বেগম ও মোঃ মশিয়ার শেখ দের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এর মধ্যেমোসাঃ খাদিজা বেগম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।