মণিরামপুরে আরও ১ জন করোনায় আক্রান্ত

0
387

আজিবর রহমান, মণিরামপুর ( যশোর) প্রতিনিধি : মণিরামপুরউপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের শেখপাড়ার
খন্দকার আব্দুল সালেক-এর ছেলে তৌফিক হাসান (২৭) করোনায়আক্রান্ত হয়েছে। সে ঢাকার এস এ গ্রুপে চাকরি করত। ঈদের
ছুটিতে বাড়ি বেড়াতে আসে। অসুস্থ্য হলে ৩১ মে যশোরমেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করার জন্য নমুনা দিয়ে আসে
এবং শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার পজেটিপ রিপোর্ট আসে।জানাগেছে, তিনি এখন নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে।
মণিরামপুরে এ পর্যন্ত মোট ১৪ জন আক্রান্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here