সাবেক মন্ত্রী মোঃ নাসিমের মৃত্যুতে শালিখা উপজেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

0
346

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র, জননেতা মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে ও সাধারণ সম্পাদক মোঃ আরজ আলী বিশ্বাস। এক শোকবার্তায় শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো।মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যু জাতীয় রাজনীতি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশের উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন দেশবাসী তা শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এ্যাড.শ্যামল কুমার দে ও মোঃ আরজ আলী বিশ্বাস তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here