স্টাফ রিপোর্টার ॥ করোনার রুদ্ররোষে দেশের মানুষ যখন দিশেহারা। যশোর পৌর এলাকাও করোনার হিংস্র থাবায় বিদ্ধস্ত। মানুষ জীবন জীবিকা নিয়ে চোখে অন্ধকার দেখছে। ব্যবসা বানিজ্য মৃতপ্রায়। কাল কি হবে হবে জানে না। এমতবস্থায় পৌরকর আদায় আর, আদায়ের নামে মালামাল ক্রোকের ঘোষণা মানুষকে আরো উদ্বগ্ন ও আতঙ্কিত করে তুলেছে।
এ অবস্থায় পৌরকর আদায় ও মাল ক্রোকের কার্যক্রম বন্ধের দাবীতে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি আজ দুপুর ১ টায় পৌর মেয়রের নিকট স্মারক লিপি প্রদান করে। মেয়রের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন প্যানেল মেয়র হাবিবুর রহমান চাকলাদার মনি।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা সমন্বয় কমিটি সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু , বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড তসলিমউর রহমান,সিপিবি যশোর জেলা সভাপতি কমরেড আবুল হোসেন,ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) যশোর জেলা কমরেড নাজিমউদ্দিন, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান,ইউনাইটেড কমিউনিস্ট লীগের কমরেড কামাল হাসান পলাশ, কমরেড আলাউদ্দিন বাসদ।