দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলা আলীপুরা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহমেদের বিরুদ্ধে নানা
অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী মহামারী করোনাউপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে। গত বুধবার থেকে অদ্যাবধি
পর্যন্ত দফায় দফায় ইউনিয়নের স্লুইজগেট বাজার এলাকায় প্রায়৫ শতাধিক স্থানীয় জনসাধারন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই
বিক্ষোভ মিছিল করেছে।গতকাল রোববার পরিষদের কয়েকজন সদস্য পটুয়াখালী জেলাপ্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।অভিযোগ পত্রে বলা হয়,চেয়ারম্যান চলতি বছরের ফেব্রুয়ারী,মার্চ ওএপ্রিল মাসের ৬১৫ জন ভুক্তভোগীর মাষ্টার রোল ও কার্ডে ভূয়াটিপসই দিয়ে ভিজিডির চাল আতœসাত করেন। বিক্ষোভ মিছিলচলাকালে আলীপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদকমোঃ হারুন সরদার বলেন,চেয়ারম্যান ভিজিডির উপকার ভোগীদের ৩মাসের প্রায় ৫৮ টন চাল আতœসাত করেছেন। এই বিষয়েচেয়ারম্যান বাদশা ফয়সাল বলেন,তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ওউদ্যেশ্যপ্রনোদিত। আমি কোন দূনর্িিত করি নাই। এই বিষয়েউপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসজানান,সরকারী কাজে ব্যস্ত থাকায় আমি বিক্ষোভ সর্ম্পকেকিছু জানি না। তবে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।