শালিখার এক শিক্ষকের বিরুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে পালটা মামলা করার অভিযোগ

0
359

শালিখা,মাগুরা প্রতিনিধিঃ শালিখা উপজেলার গঙ্গারামপুর মাদরাসারসিনিয়র শিক্ষক বেরইল পলিতা গ্রামের মোঃ তাজেনুর সহ তার
লোকজনের বিরুদ্ধে সামাজিক প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে পালটামামলা করার অভিযোগ ওঠেছে। গত ২৯/০৫/২০২০ ইং তারিখে বিকাল৪.৩০ মিনিটে সামাজিকতার জের ধরে তাজিনুর রহমান সহ তারলোকজন প্রতিপক্ষ আজাহার মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে আজাহারমিয়া ৪ জনকে আহত করে। আহতরা মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েচিকিৎসা নিলে আহত আজাহারের ভাই মিসকাত মিয়া বাদী হয়েথানায় তাজেনুর রহমান সহ ১০ জনকে আসামী করে মামলা করেন। যারনং-০১/২০। অন্যদিকে তাজেনুর রহমান মামলা থেকে বাচার জন্য তার পক্ষীয়মোঃ হাবিবুর রহমানকে মারপিট ও যখমের ঘটনায় যশোর সদরহাসপাতালে ভর্তি করিয়ে ৩২৩/৩২৬ ধারা সহ বিভিন্ন ধারা দিয়েহাবিবুরের স্ত্রী জাহানারাকে বাদী করে আজাহার মিয়া, মিসকাতহোসেন সহ ১২ জনের নামে থানায় মামলা করেন। যার নং ০৭ । কিন্তু গত৩০/০৫/২০২০ইং তারিখে যশোর সদর হাসপাতালের ভর্তি রেজিষ্টারে দেখাযায় হাবিবুর রহমান প্রাথমিক চিৎকিসা নিয়েছে। কিন্তু কোনওয়ার্ডে ভর্তি হয়নি। গুরুত্বর যখমি না হওয়ায় হাসপাতাল কর্তপক্ষঐদিনই প্রাথমিক চিৎকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে। এছাড়াহাসপাতাল মেডিকেল সার্টিফিকেট স্মারক নং-৩৭২৬। তারিখ-০৩-০৬-২০ এবং মেমো নং-২৩০ তারিখঃ ০৬/০৬/২০২০ তে দেখা যায় মেডিকেলসার্টিফিকেট ৩২৩ ও ৩২৪ ধারা উল্লেখ হয়েছে। ফলে শিক্ষকের দ্বারা প্রতিপক্ষকে পাল্টা মামলা দিয়ে হয়রানি করায় এলাকার সচেতন মহলেরভিতর ক্ষোপ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here