করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ১২ জনকে দাফন করেছে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশন

0
332

কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ করোনা সনাক্ত হওয়ার পর ঝিনাইদহ জেলায় উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। কিন্তু কারোরই করোনা রিপোর্ট পজিটিভ আসেনি। দুইজন করোনায় আক্রান্ত হয়ে জেলার বাইরে নিজাম উদ্দীন ও জয়নুল আবেদীন নামে দুইজন মৃত্যুবরণ করলে তাদের মৃত দেহ ঝিনাইদহে দাফন করা হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর এ সব লাশ নিয়ে স্বজনদের মধ্যে আতংক দেখা দিলে ঝিনাইদহ জেলা প্রশাসন লাশ দাফন করে। ইসলামী ফাউন্ডেশন ঝিনাইদহ সুত্রে জানা গেছে, তারা এপর্যন্ত ১২ জনকে দাফন করেছেন। তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকী ১০ জনের করোনা নেগেটিভ ছিল। ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, গত ৪ এপ্রিল কোটচাঁদপুরে প্রথম তাদের লাশ দাফনকারী টিম বছির উদ্দীনকে দাফন করেন। এরপর ঝিনাইদহ সদরের সামাদ আলী, নাছিমা খাতুন, জসিম উদ্দীন, কালীগঞ্জে ইসরাইল লস্কার, শুকুর আলী, শৈলকুপায় শিপন, জাহিদুল ইসলাম, পারভিন বেগম, ইকরামুল জোয়ারদার, কাজী নিজাম উদ্দীন ও হরিণাকুন্ডুতে জয়নুল আবেদনীকে দাফন করে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সার্বিক পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের সহায়তায় এসব লাশ দাফন করে ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি। ইফার সুত্রগলো জানায়, লাশ দাফনে অনেক সময় ঠেলাঠেলির শিকার হন তারা। অনেক সময় সমন্বয়ের অভাবে অসহযোগিতা পেয়ে থাকেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here