ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ চলমান করোনা পরিস্থিতিতে ঝিকরগাছা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কাল্ব) এর পক্ষ থেকেসংগঠনের আর্থিক অসচ্ছল ৪৫টি পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।মঙ্গলবার সকালে সংগঠনের ঝিকরগাছাস্থ অস্থায়ী কার্যালয়ে নগদ অর্থ প্রদানঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভক্রেডিট ইউনিয়ন (কাল্ব) এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মোঃ আরিফ হাসান।সংগঠনের উপজেলা সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষসংগঠনের জেলা ব্যবস্থাপক মোঃ শাহিনুল হাসান, ঝিকরগাছা উপজেলা কমিটিরসাধারন সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনেরউপজেলা কমিটির সহ-সভাপতি বিমল কুমার ঘোষ, কার্যনির্বাহী সদস্য মাওলানা
তালিমুল ইসলাম, গাজী শফিকুর রহমান, ইসমাইল হোসেন ড্যানী ও উপজেলা ব্যবস্থাপক পলাশ কুমার কর প্রমূখ।