নড়াইলে দুই জনকে কুপিয়ে আহত আটক-১

0
360

(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইলের পল্লীতে জমিজমা বিরোধের জের ধরে দুই জনকে কুপিয়ে জখম আটক-১ নড়াইলের সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মনিরুল মোল্যা (২৭) ও তার স্ত্রী রেশমা বেগমকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকেরা। আহত মনিরুল মোল্যা ও তার স্ত্রী রেশমা বেগম নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মনিরুল জানান, (১৬ জুন) মঙ্গলবার সকালে জমি জমা ও ব্যংকের ঋনের টাকা দাবি করায় ক্ষুব্ধ হয়ে আমাকে জাবেদ আলীর ছেলে ইন্দাদুল মোল্যা মিরাজুল মোল্যা আামকে মারতে থাকেন।
আমার স্ত্রী ঠেকাতে এলে তাকে হত্যার উদেশ্যেে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমি চিৎকার করলে আমাকে ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আমার ছেলে ২য় শ্রেণির ছাত্র আবুহুরাইরা তাকে ও মারপিট করে। এ সময় চৌকিদার মরফিদুল আমাকে জড়িয়ে ধরে বলেন খুন কর শালাকে। কুপিয়ে ও বেধম মারপিটের পর তার আত্মাচিৎকারে এলাকাবাসী৷ তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের ভর্তি করেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক জনকে আটক করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here