যশোর অফিস : যশোরে আরও ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, মঙ্গলবার যশোর শহরে শনাক্ত ১১ জনের মধ্যে পুরাতন কসবা এলাকায় ৬ জন, চাচড়া ডালমিল এলাকায় ৪ জন ও খড়কি সার্কিট হাউজ পাড়ায় ১ জন বসবাস করেন। এছাড়া বাঘারপাড়ায় আক্রান্ত নারী হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিছন্নকর্মী।
যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন, জিনোম সেন্টারে যশোর জেলার ৫৩ জনের নমুনা পরীক্ষায় ১২ জন ছাড়াও নড়াইলের ১৩ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, ঝিনাইদহের ২৯ জনের নমুনা পরীক্ষায় করে ৪ জন ও
বাগেরহাটের ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া সাতক্ষীরা জেলার ১১ জনের নমুনা পরীক্ষায় সবগুলো নেগেটিভ হয়েছে। অর্থাৎ মোট ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের পজিটিভ ও ১৭৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, নতুন করে আক্রান্ত ১২ জনের ফলাফল হাতে পেয়েছি। ফলাফলের কপি যশোর সদর উপজেলা ও বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে মেইলে পাঠানো হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। উল্লেখ্য, যশোর জেলায় মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪২ জন করোনারোগী শনাক্ত হলেন।