স্টাফ রির্পোটার : প্রকাশ্যে আবিদা সুলতানা (১৬) নামে এক তরুনীকে গতিরোধ করে যৌন নিপীড়নসহ মারপিটের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ উত্যক্তকারী শুকুর আলী ওরফে শান্তকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের রাজু আহম্মেদ ওরফে পান্নার ছেলে। নির্যাতিতা তরুনী মঙ্গলবার অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের আদালতে স্বেচ্ছায় ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের মুক্তার মোল্যা ছেলে নয়ন মোল্যা সোমবার ১৫ জুন রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার বোন মোছা আবিদা সুলতানা (১৫) রাজার হাট নামেজ সরদার স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে। উক্ত স্কুলে আসা যাওয়া করাকালে শুকুর আলী ওরফে শান্ত তাকে উত্যক্ত করতো। এক পর্যায় খারাপ কথা বার্তা বলতো। বিষয়টি আবিদা সুলতানা তার পরিবারের কাছে বললে পরিবারের লোকজন প্রতিবাদ জানালে শান্ত ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৪ জুন সকালে আবিদা সুলতানা তার খালাতো বোন সাথীর সাথে হামিদপুর সরকারী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার জন্য যায়। সেখান থেকে বেলা ১১ টায় বের হয়ে সাড়ে ১১ টায় হামিদপুর মাঠে মিজানের বাড়ী সংলগ্ন কালভার্টেও উপর পৌছালে উক্ত শান্ত আবিদা সুলতানার পথরোধ করে। তার শরীরের ষ্পর্শ কাতর স্থানে হাত দেয়। আবিদা সুলতানা প্রতিবাদ করলে তাকে মারপিট পূর্বক তার কাছে থাকা টাকা ও মোবাইলের ব্যাগ কেড়ে নিয়ে পাশ^বর্তী ডোবার মধ্যে ফেলে দেয়। বোনকে রক্ষা করতে সাথী এগিয়ে এলে তাকেও চর থাপ্পর মারে শান্ত। মারপিটের শিকার দুই তরুনী চিৎকার দিলে শান্ত চলে যাওয়ার সময় প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আবিদা সুলতানাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আবিদার ভাই নয়ন মোল্যা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করলে সোমবার রাতে শান্তকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার ১৬ জুন আসামী শুকুর আলী ওরফে শান্তকে আদালতে ও নির্যাতিত এবং উত্যক্তর শিকার তরুনী আবিদা সুলতানাকে আদালতে আদালতে পাঠালে আবিদা সুলতানা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মুহাম্মদ আকরাম হোসেনের খাস কামরায় ২২ ধারায় শান্তর নির্যাতনের বর্ণনা দেন। শান্তকে কারাগাওে প্রেরনের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।