শালিখায় ঘূণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ জব্বার মোল্যা এখন কাঠালের ব্যবসায় ব্যাস্ত

0
314

শালিখা (মাগুরা) প্রতিনিধি : প্রবল ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সীমাখালী অঞ্চলেরআড়–য়াকান্দি গ্রামের মৃত মালেক মোল্যার বড় ছেলে জব্বারমোল্যার ৪৪০শতাংশের কলা বাগান, ৫০একর জায়গার আমেরবাগান ও ১০০ শতাংশের উস্তে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।যার আনুমানিক মূল্য প্রায় বিশ লক্ষ টাকা। তার পরেও জব্বারমোল্যা ভেঙ্গে না পড়ে ধার দেনা করে বর্তমানে কাঠালের ব্যবসা করছে সীমাখালী বাজারে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের তার ক্ষতিগ্রস্থ বাগান গুলোদেখিয়েছেন। কিন্তু, এখনও পর্যন্ত কোন সরকারী বেসরকারীসহযোগিতা পাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here